ঝিনাইদহ সদর

ঝিনাইদহ এইড ফাউন্ডেশনের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের খাদ্য সামগ্রী বিতরন

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে এইড ফাউন্ডেশন এর পক্ষ থেকে করোনার প্রভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ঝিনাইদহের খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ এর মাঝে করোনার প্রভাবে চাল, আলু,চিনি,মুড়ি,লবন,ডাল, সেমাই খেজুর ও সাবান অনুদান অব্যাহত রয়েছে ।

সোমবার সকালে এইড ফাউন্ডেশন এর আয়োজেন প্রতিবন্ধী কল্যাণ তহবিলের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এ খাদ্য বিতরন করা হয়েছে ।
সোমবার সকালে ঝিনাইদহের এইড ফাউন্ডেশন এর অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরন করেন। এছাড়াও দফায় দফায় করোনার প্রভাবে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ ও বিধবা পরিবারে মাঝে খাদ্য বিতরন অব্যাহত রয়েছে ।

এসময় আরো উপস্থিত ছিলেন আফরিনা ইয়াসমিন, সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগের তন্ময় কুন্ডু,নাসির উদ্দীন বিশাস, জিহাদুল ইসলাম, নারী সাংবাদিক ময়না খাতুন, হিসাব রক্ষক প্রমূখ। শেল্টার এইড ফাউন্ডেশন এর নিজস্ব অর্থে দেয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে অসহায় কর্মহীন খেটে খাওয়া মানুষ খুশি হয়েছেন।

এইড ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ জানান,প্রতিবন্ধী কল্যাণ তহবিলের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে ২৭ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দে যারা সামাজিক দুরত্ব বজায় রেখে এইড কমপ্লেক্সে উপস্থিত হতে পেরেছেন; তাদেরকে করোনা সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট, পরামর্শসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং অবশিষ্টজনদের নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।

সমাজের বিত্তবানদের দান-অনুদানের সমন্বয়ে গঠিত ‘প্রতিবন্ধী কল্যাণ তহবিল’। উক্ত তহবিলের সঞ্চিত অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সীমিত অর্থ-সম্পদ দিয়ে এই মানবিক কার্যক্রম চলমান রাখা প্রায় অসম্ভব। সঙ্গত কারণে এই মহৎ কর্মসূচিটি চলমান রাখতে সুহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান-অনুদান কাম্য। ‘প্রতিবন্ধী কল্যাণ তহবিল’ ও ‘এইড করোনা প্রটেকশন মিশন’ সকল সহায়তা কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পাদন পূর্বক সংশ্লিষ্ট অংশীজনকে অবহিত করার প্রতিশ্রæতি প্রদান করছে। এছাড়াও এইড ফাউন্ডেশন সরকারের ত্রান কার্যক্রমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একীভূত করণে সহায়তা করছে।

সামষ্টিক সুরক্ষায় পারে, এই বিশ্বমারি করোনা হতে মানুষকে মুক্ত রাখতে। তাই, একমাত্র সম্মিলিত প্রচেষ্টায় পারে; এই অসাধ্যকে সাধন করতেৃ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button