ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই– মিঠুন কুমার কর্মকার
ঝিনাইদহের চোখঃ
ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই
তোমাদেরকে স্যালুট জানাই।
দেশের ক্রান্তী লগ্নে তোমরা তো হয়েছো মহান
তোমরাই তো বয়ে আনছো আমাদের সন্মান।
নিজেদের জীবন বাজি রেখে বাঁচাচ্ছ প্রাণ
হুম, তোমরাই তো বয়ে আনছো আমাদের সন্মান।
হ্যাঁ, বীর, সাহসী যোদ্ধা তোমরাই
ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই।
তোমরা তো করোনাকে জয় করার প্রত্যায়ে বাড়াচ্ছ আশা,
তোমাদেরো তো আছে মা-বাবা আছে আপন জনের ভালোবাসা;
সব কিছুকে ছেড়ে দিয়ে পাশে আছো তোমরা; হুম তাই,
তোমাদেরকেই স্যালুট জানাই
ও ডাক্তার,পুলিশ, সাংবাদিক ভাই।
শত শত মৃত্যুর মিছিলে থাকতে পারছে না আপন জন
কাফনের কাপড় মুড়িয়ে তোমরাইতো করছো দাফন;
করোনার ভয়ে মা কাঁদে তবুও দেশের জন্য করছো আত্মদান
হুম, তোমরাই তো বয়ে আনছো আমাদের সন্মান।
ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই
তোমাদেরকেই স্যালুট জানাই।
কলমের সত্যতায় গুজবকে রুখে দিয়ে কাটিয়ে দিচ্ছো ভয়,
সাহস দেখাচ্ছ হে আমাদের ; পৃথিবীর হবেই একদিন জয়।
সব বাঁধা পেরিয়ে অসহায় গরিব দুঃখীর পাশে থেকে পৌঁছে দিচ্ছ ত্রাণ
হুম, তোমরাই তো বয়ে আনছো আমাদের সন্মান।
ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই।
কখনো হচ্ছ কঠোর, কখনো করোজড়ে করছো সচেতন ; জাগিয়ে আশা,
তোমাদেরো তো আছে মা-বাবা আছে আপন জনের ভালোবাসা;
সব কিছুকে ছেড়ে দিয়ে পাশে আছো তোমরা ;
হুম তাই তোমাদেরকেই স্যালুট জানাই
ও ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাই।