ভুলে ভরা যৌবন– মিঠুন কুমার কর্মকার
ঝিনাইদহের চোখঃ
যৌবন নিয়ে চলছে বড়াই,
শান্তি ছাড়াই অহং লড়াই।
ভাবছো বুঝি হবে না বৃদ্ধ,
করবে তুমি অকাল সিদ্ধ।
ফাঁকা বুলি মিথ্যা অহংকার,
জানায় তোমায় শত ধিক্কার।
শক্ত তুমি; যৌবন ভরা মন,
জন্মদাতা পর হয়েছে পর হয়েছে আপন।
সব ভাবনায় স্বার্থনেশী,
সৎ ভাবনায় ছদ্ধবেশী।
দারুন তোমার চলন বলন,
আহা! মজায় ভরা যৌবন।
সারা জীবন চলবে কি এমন?
চিন্তা ধারার ভাবনা কেমন!
যৌবনকে করলে বরণ,
ভুলে যায় যে জন্ম মরণ।
ভাবনায় এখন চিরকুমার/চিরকুমারী,
এখন কি পিতা মাতার ধারধারি!
এমন মনে চলছো তুমি,
যে দেখিয়েছে এই ধরা ভূমি;
তাদেরকে অবজ্ঞা করে,
চলে যাচ্ছ অন্যের হাত ধরে।
কি পেলে? আশির্বাদ নাকি দোয়া,
সব হারালে সবই হলো খোয়া।
চোখের জলে কাঁদলে মা,
পাবে কি তুমি ক্ষমা?
তুমিও বুঝবে তবে,
যৌবন ছেড়ে বৃদ্ধ হবে।
সুন্দর রুপের হবে পতন,
ঠিক যেন বৃদ্ধের মতন।
ফুরিয়ে যাবে তোমার দাপট ক্ষমতা,
রবে শুধুই সৎ চিন্তা সৎ কথা।
থাকবে না তোমার যৌবন ভরা তেজ,
যেথায় মিথ্যা মরিচিকায় করতো তোমায় সতেজ।
হারিয়ে যাবে তোমার জৌলুশ যৌবনকাল,
একদিন চিন্তায় থাকবে শুধুই মরণ আর পরকাল।