ঝিনাইদহ সদর

ঝিনাইদহের আশাননগর মাঠে পানি অপসারন প্রতিবন্ধকতায় ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের আশাননগর মাঠে পুকুর কেটে পানি অপসারনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ডুবে ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে “ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আশাননগর গ্রামে ধানি জমির মাঠে অপরিকল্পিত ভাবে পুকুর খনন আর পুকুরে পানি অপসারনে প্রতিবন্ধকতার কারনে ডুবে ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে,ফসলের এমন ক্ষতিতে অসহায় প্রায় এলাকার খেটে খাওয়া কৃষক গুলা!ধানী জমি গিলে খাওয়া অধিক মুনাফার আশায় পুকুর ব্যাবসায়ী তৈয়ব আলী ও আইনালের পুকুরের কারনে পানি অপসারন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ডুবে ৫০বিঘা জমির আবাদি ফসল নষ্ট হয়ে গেছে ।

উল্লেখ্য,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার আশাননগর গ্রামের মাঠে ধানী জমি কেটে লাখ লাখ টাকার মাটি ভাটায় বিক্রি করে পুকুর কেটেছে ঐ এলাকার দু’জন প্রভাবশালী মালিক। পুকুর কাটতে এলাকার কিছু কৃষক জমি দিতে না চাইলেও সেন্টিগেট পূর্বক তাদেরকে এক প্রকারে বাধ্য করে পুকুর কেটেছে সদর উপজেলার আশাননগর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে তৈয়ব আলী ও পাশের চুয়াডাঙ্গা সদরের জীবনা গ্রামের মৃত সোমা মন্ডরের ছেলে আইনাল বিশ্বাস। সেই পুকুর ও মটরের পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হচ্ছে আশাননগর মাঠের প্রায় ৫০ বিঘা জমির ধান। বিচলি তো করাই যাচ্ছে না বরং অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে হতবাক অসহায় কৃষকদের কোনরকম আটি বেধে ঘরে তুলতে হচ্ছে ফসল,অতিরিক্ত পানি জমে থাকার কারনে বছরে জেখানে দুইবার ফসল ফলানো জায় সেখানে অপরিকল্পিত পুকুর খননের জন্য একবার তাও কোনরকম ফসল উৎপাদন করছে কৃষকরা, যার ফলে জমির পাকা ধানের ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে আশাননগর গ্রামের কৃষকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button