নিজেকে ভালো মানুষ কোনদিন দাবী করিনি—এস.এম রবি’র (সাংবাদিক)
ঝিনাইদহের চোখঃ
আমি কখনো কারো কাছে দাবি করিনি যে আমি একজন ভালো মানুষ!
তবে এ কথা আমি বলেছি যে আমি ভালো কাজ করার চেষ্টা করি,
আমি কেন ভালো না জানেন?
কারন, মানুষের শরীরে ছয়টি রিপু থাকে এই ছয়টি রিপু জয় করতে না পারলে কোনদিন ভালো মানুষ হওয়া যায় না, আমি এই রিপু আজও জয় করতে পারি নাই আর আমি নিজেকে খুব ভালো করে চিনেছি এখন, আগে নিজেকে চিনতাম না, নিজের দিকে না তাকিয়ে শুধু বাইরে তাকাতাম।
আপনি কাউকে না কাউকে হিংসা করেন,
একজন প্রকৃত মানুষ কাউকে হিংসা করতে পারেনা,
আপনি মস্তিষ্ক দিয়ে রাস্তা ঘাটে মেয়েদের ধর্ষন করেন,
একজন প্রকৃত ভালো মানুষ নোংরা যৌনতাকে পরিহার করে।
ভালো খাবার ভালো অর্থকড়ি দেখলে আপনার লোভ হয়, তাহলে বলুন আপনি কেমন ভালো মানুষ? এই অসংখ্য খারাপের ভেতর আপনিও কিছু ভালো কাজ করার চেষ্টা আপনি করেন, কিন্তু ভালো মানুষ আপনি এখনো হতে পারেন নি, ভালো মানুষ হয়েছিলো উমর ইবনুল খাত্তাব, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু ।।।
ছয়টি রিপু কি কি?
১. কাম – যৌন সঙ্গকামনা, যৌনক্ষুধা।
২. ক্রোধ – রাগ, উত্তেজনার বশীভূত হওয়া।
৩. লোভ – লালসা ।
৪. মোহ – মায়া, বিভ্রম ।
৫. মদ – অহংকার, গর্ব, আত্মগৌরব
৬. মাৎসর্য – পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা।