পাঠকের কথা
আমরা যাকে মায়াবতী বলি তিনিই হচ্ছেন মা—আবির শামীম
ঝিনাইদহের চোখঃ
প্রবাসে গিয়ে, নতুন চাকড়ি পেয়ে,
অচেনা মেয়েকে বিয়ে করে
আমারা কাকে ভুলে যাই ?
যে মানুষটা বাড়ির সবার আগে
সেহেরির সময় ঠিক উঠে যাই
তরকারি গরম করে, ভাত বাড়ে
তারপর সবাইকে খাইয়ে দেই।
সবার খাওয়ার পর যা থাকে
সেটুকুই তার কপালে জুটে।
হাড়ির তলার ভাত,ভাজা মাছ
এইসব যাই মানুষটির পেটে।
সারাদিন আমরা ঘুমিয়ে কাটাই
অথচ সে দিব্যি তার কাজ করে,
স্বামী,সন্তান আর সংসার নিয়ে
সারাজীবন সে চিন্তা করে মরে।
বিকাল হলে সে নিজের হাতে
ইফতারি বানিয়ে গুছিয়ে রাখে।
অথচ এই মানুষটি আবার-
বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে থাকে।
মানুষটি কে?সে আমরা জানি
তবে ঠিক পারিনি তাকে চিনতে,
সত্যি যদি চিনতাম তবে কি আর
তাকে দিতাম বৃদ্ধাশ্রমে থাকতে।
যার অসীম মায়া তাকে আমরা
মায়াবতী বলে থাকি,
আর এই মানুষটিই হচ্ছেন মা।
এরপরও মাকে ভালোবাসা,সম্মান আর যত্ন থেকে আমারা বঞ্চিত করি।