ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নেতৃত্বে দরিদ্র কৃষকের ধান কর্তন
ঝিনাইদহের চোখঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন এর উদ্যোগে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদ পুর গ্রামের হত দরিদ্র কৃষক আলম মিয়ার ২৫ কাঠা জমির ধান কাটা হয়েছে।
করোনা ভাইরাসের কারনে মধ্যবিত্ত কৃষকরা পড়েছে বিপদে। তারই ধারাবাহিকতায় ১৪ ই মে বৃহস্পতিবার সকালে চাঁদ পুর মাঠে সমাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটা হয়।
ধান কাটায় অংশ গ্রহন করেন, ৩নং সাগান্না ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক, আসিকুর রহমান, সহ ছাত্রলীগ কর্মী ,ইকলাস,রানা,তরুণ, আমিনুর, রাসেল,মজনু,সুজন।
এ দিকে কৃষক আলমএর ধান কেটে দেওয়ায়,তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগ নেতাকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন সাংবাদিককে বলেন,কৃষক আলম একজন হত দরিদ্র মানুষ,আমরা তার ধান কেটেছি,কর্মসূচি কৃষকের চাহিদা অনুযায়ী চলমান থাকবে।