কালীগঞ্জ

কালীগঞ্জে সিআইজি মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ কালীগঞ্জে সিআইজি মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরন করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম পেজ ২ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায়।

শনিবার বেলা ১১টার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদচত্তর থেকে ২২টি সিআইজি খামারির মাঝে এ উপকরন বিতরন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, আরও উপস্থিত ছিলেন সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুল জান্নাত মালিয়াট উইনিয়ন চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম প্রমুখ।

২২টি সিআইজির মাঝে ৪হাজার ৪শ কেজি ভাসমান খাবার ১হাজার ১শ কেজি মাছের পোনা ও একটি করে বিলবোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button