করোনার ভিতরেও থেমে নেই বৈডাঙ্গার পশুহাট
ঝিনাইদহের চোখঃ
সারা পৃথিবী যখন স্তব্ধ নিরব করোনার ভয়ে মানুষ নির্বাক বার বার বলা হচ্ছে আপনারা অযথা অপ্রয়োজনে ঘরের বাইরে জাবেন না।
কিন্ত মানুষ কি আর কার কথা শুনে, সব সচেতনতা বার্তা উপেক্ষা করে মানুষ ঠিকই অযথা অপ্রয়োজনে ঘরের বাইরে আর সব বাধা উপেক্ষা করে দেশের এই ক্লান্তিলগ্নে পশুর হাট বসিয়েছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের বানী ঘোষাই এর আস্তানার তেতুলতলা নামক স্থানে।
১৯ মে মঙ্গলবার সকাল ১০ থেকে এলাকার কিছু প্রভাবশালির সহযোগিতায় এই পশুহাট বসানো হয় এলাকার সচেতন মহল মনে করে এই ক্লান্তিলগ্নে পশুহাট টি না বসালে হতো, কারন বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে মানুষকে সচেতন করতে কিন্ত আমরা সেই নির্দেশনা উপেক্ষা করে আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি ।
এই বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন সামাজিক দুরুত্ত বজায় রেখে জন-সমাগম এরিয়ে কেনা-বেচা সীমিত আকারে করতে পারে তবে কেউ সামাজিক দুরুত্ত বা মাক্স ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পশু হাটে জেয়ে দেখা যায় সামাজিক দুরুত্ত তো না মেনে মুখে মাক্স ব্যবহার না করে জনসমাগম করে ছাগল ক্রয়-বিক্রয় করা হচ্ছে।