জানা-অজানাদেখা-অদেখাহরিনাকুন্ডু
হরিনাকুন্ডুতে জীবাণুনাশক টানেল স্থাপন করলো সেনাবাহিনী
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা দোয়েল চত্তরে বর্তমান আতঙ্ক (কভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাচতে ও জনসাধারণকে বাচাতে মঙ্গলবার দুপুরে জিবানুনাশক টানেল স্থাপন করলো সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ।
এসময় এই টানেলের উদ্বোধন করেন যশোর সেনানীবাসের সিও লেঃকর্ণেল নাসির উদ্দীন আহম্মেদ (পিএসসি) ,উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মারুফ , ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু , উপজেলা চেয়ার ম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , হরিনাকুন্ডু পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু সহ অনেকে।
উল্লেখ্য সেনাবাহিনী কতৃক টানেল স্থাপন কাজে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর অর্থায়নে হরিনাকুন্ডু পৌরসভা সার্বীক সহযোগীতা করছে ।