ফের উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্কতা
ঝিনাইদহের চোখঃ
বঙ্গোপসাগর ফের উত্তাল হয়ে উঠেছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন উপকুলীয় এলাকা ও চারটি সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা এই চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে।
পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরা নৌকা, ট্রলারকে উপকুলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বায়ুচাপের তারতম্যের আধিক্য ও অমাবস্যার কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নেয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের থেকে ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।