ঝিনাইদহের রামচন্দ্রপুর গ্রামের হতদরিদ্র পরিবারটি মাথা গোঁজার ঠাঁই চায়
জাহিদুল হক বাবু, ঝিনাইদহের চোখঃ
ষাটোর্ধ সালেহা বিবি,স্ বামী সামেদ আলী,সংসার জগতের আলো আধারে জীবন প্রদীপ কোন মতে জ্বেলে বেচে আছেন তারা।
সদর উপজেলার প্রত্যন্ত পল্লী জনপদ হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই বৃদ্ধা দম্পতির বসবাস। একটি জরাজীর্ন ভাংঙা চোরা ছাপড়া ঘরে মানবেতর জীবনযাপন তাদের। এই দৈন্যতার মাঝে তার মাথা গোজার একমাত্র ছাপড়া ঘরটি ঝড়ে লন্ড ভন্ড করে দিয়েছে।
যে কারনে মাথা গোজার ঠাঁই হারিয়েছেন তারা। এক দিকে মাথা গোজার ঠাই নাই,অন্য দিকে এক মুঠো খাবারের জন্য নিত্যদিন যুদ্ধ করতে হচ্ছে।
সালেহা বেগম বলেন,চেয়ারম্যান আমাদের চাল ডাল দিয়েছে,আমার স্বামী বয়স্ক ভাতা পায়, তা দিয়ে এবং পরের বাড়ি কাজ করে সংসার চলছিল। কিন্তু ঝড়ে মাথা গোজার জায়গাটুকু লন্ড ভন্ড করে দিল! এই মুহুর্তে থাকার জন্য আমাদের একটি ঘর প্রয়োজন। তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।
বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান জানান,রামচন্দ্র পুর গ্রামের দুর্দশা গ্রস্থ হতদরিদ্র পরিবারটিকে আমাদের পক্ষ থেকে অনুদান, এবং ছামেদ আলীর বয়স্ক ভাতা করে দেওয়া হয়েছে।তিনি ঘরের ব্যাপারে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।