জানা-অজানাঝিনাইদহ সদরদেখা-অদেখা
যখন কেউ থাকেনা কাছে/ঝিনাইদহ মেয়র আছে পাশে
ঝিনাইদহের চোখঃ
বৃষ্টিতে কাঁদায় আকটে পড়া গাড়ী তুলতে শ্রমিকরা যখন নাজেহাল। গাড়িটা কর্দমাক্ত অবস্থায় রাস্তায় আটকে পড়ে আছে। কিছু মানুষ অনেকবার চেষ্টার পরেও গাড়িটি কোনভাবে উঠাতে পারছিলো না। তখন পৌর পিতা সাইদুল করীম মিন্টু বৃষ্টিতে ভিজে শ্রমিকদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন গাড়িটি সরাতে।
এমন সহযোগীতার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন মিন্টু। উপস্থিত সকলে তাকে এভাবে কাছে পেয়ে বাকরুদ্ধ হযে পড়ে।
এ প্রসঙ্গে সাইদুল করিম মিন্টু জানান, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। যে কয়টা দিন বেঁচে আছি সবসময় মানুষের পাশে থাকতে চাই।