ঝিনাইদহ পশুহাটে শত শত লোক সমাগম, চলছে রমরমা বেঁচা-কেনা!
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার। ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকার কিছু প্রভাবশালির সহযোগিতায় এই পশুহাট বসানো হয় এলাকার সচেতন মহল মনে করে এই ক্লান্তিলগ্নে পশুহাট টি না বসালে হতো, কারন বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে মানুষকে সচেতন করতে কিন্ত আমরা সেই নির্দেশনা উপেক্ষা করে আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন হাট বারে একটু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে তবে সামাজিক দুরত্ত বজায় রেখে জন-সমাগম এরিয়ে কেনা-বেঁচা সীমিত আকারে করতে পারে তবে কেউ সামাজিক দুরুত্ত বা মাক্স ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পশু হাটে জেয়ে দেখা যায় সামাজিক দুরুত্ত তো না মেনে মুখে মাক্স ব্যবহার না করে জনসমাগম করে গরু-ছাগল ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
২ টার পর দোকান দোকান পাট বন্ধ রেখে পশু হাট চলতে দিলে আমাদের ভালোর চেয়ে মন্দই বেশি হবে কারন পশু হাটে বিভিন্ন জায়গা থেকে আসা বেক্তিদের নিয়ে অতিরিক্ত লোকসমাগম হয় যদি কারো করোনা আক্রান্ত হয়ে থাকে। আমরা এলাকা বাসি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।