ঝিনাইদহে অনলাইনে ডিজিটাল মেলার আয়োজন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে অনলাইনে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে। ২৮ জুন থেকে এ মেলা শুরু হবে। এই প্রথম বার অনলাইনে মেলার সকল আয়োজন পরিচালনা করা হবে। যা ঘরে বসে উপভোগ করা যাবে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এক র্ভাচ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, ২৮ জুন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে মেলার কার্যক্রম শুরু করা হবে এবং ৩০ জুন বিকেল ৫টায় শেষ হবে। মেলায় সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে এবং সব বয়সের মানুষ তা সহজে জানতে ও বুঝতে পারবেন।
ঝিনাইদহ জেলা প্রশাসকের ওয়েভ পোর্টালে ক্লিক করলেই যে কেও মেলা উপভোগ করতে পারবেন। সংবাদ সন্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফ-উজ-জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, মোঃ কামরুজ্জামান সরকারসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।