দালালের খপ্পরে পরে সর্বশান্ত ঝিনাইদহের সাঈদ
আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসুন্দি ইউনিয়নের সমশপুর গ্রামের মোঃ আরব আলী বিশ্বাসের ছেলে মোঃ আবু সাঈদ বিশ্বাস দালালের খপ্পরে পরে সব হারিয়ে এখন সর্বশান্ত।
দেশের শত শত বেকার যুবক ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে যায় বিদেশ।ঠিকই তেমনই আবু সাঈদ নিজের বেকার সমস্যা সমাধানের জন্য নিজের গরু,ছাগল,হেথা কাথা বিক্রি ও কিস্তির টাকা তুলে দালাল হাসান তারেক রাজিবের হাতে তুলে দেন ৩,৮৫,০০০/= (তিন লক্ষ পঁচাআশি হাজার) টাকা।
দালাল রাজিব যশোর জেলার শালসা থানার বেনাপোল গ্রামের মোঃ ওসমান বিশ্বাসের ছেলে।এই দালালের কাজ প্রতারনা করে মানুষকে ঠকানো।
দালাল হাসান তারেক (রাজিব) বর্তমানে ১৪৫,এয়ারপোর্ট রোড,সুপার মার্কেট ১ম তলা রুম # ৩৪/৪১ তেজগাওন ঢাকা -১২১৫ নতুন তিনটি প্রতিষ্ঠান ১/আল ইরফান ইন্টারন্যাশনাল (বিডি) ২/প্লাটিনাল ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিঃ ৩/এস.এম এন্টারপ্রাইজ এসব নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দালাল রাজিব দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকাচ্ছে।
আবু সাঈদের বিদেশে যাওয়া আর হলো না।দালাল রাজিবের খপ্পরে পরে হয়ে গেল সর্বশান্ত ভেঙ্গে গেল স্বপ্ন।
আবু সাঈদ দালাল এর অপেক্ষায় থেকে থেকে বিদেশ আর যেতে পারলো না,দালাল রাজিব টাকা ফেরত দেওয়ার নাম করে গত ১ বছরে টাকাও ফেরত দেয় না।
ধৈর্য হারা হয়ে পরা আবু সাঈদ ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন, এখন আইনই আবু সাঈদের একমাত্র ভরসা।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মোঃ কামাল হোসেন জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।