সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
খুব সকালে দোকানে চলে গেছেন বাবা। তাই ঘুম থেকে উঠে লিমা পায়নি তাকে। এরপর বাবার কাছে যাবে মেয়ের জোরালো দাবির কাছে মায়ের নিষেধ হার মেনেছে। একপর্যায়ে মাকে রাজি করে বাড়ি থেকে অল্প দুরে তাদের দোকানের উদ্দেশ্যে মহাসড়ক ঘেষে রওনা দিয়েছিল লিমা। কিন্ত বাবার সাথে দেখা হলো না তার। কেননা মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ- যশোর মহাসড়কের কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়ার নতুন বাজারের নিকটে। নিহত লিমা ওই গ্রামের লিটন মোল্যার মেয়ে ও বলিদাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশি মারুফ হোসেন জানান, লিমা বাড়ি থেকে মহাসড়ক ঘেষে হেঁটে হেঁটে অল্প দুরের বাবার চায়ের দোকানে যাচ্ছিল। কিছু পথ যাওয়ার পর পেছন দিক থেকে আসা একটি মালবাহি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে লিমাকে চাপা দিয়ে মাথা থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই লিমা মারা যায়। এ সময় ট্রাকটিও সড়ক থেকে বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মি ও থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কমিশনার আনোয়ার হোসেন জানান, শিশু লিমা তার প্রতিবেশির সন্তান। ঘুম থেকে উঠে বাবাকে দেখার বায়না পূরন হলো না লিমার। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুুর রহমান মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনাস্থল থেকে চালক পালালেও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।