ঝিনাইদহের চোখ-
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। সেই গাছকে ভালোবেসে মানুষের কাছে বৃক্ষপ্রেমিক নামে পরিচিত ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নে মহেশ্বরচাদা গ্রামের মরহুম আব্দুল সবুর মন্ডল ছেলে আবদুল মজিদ।
মজিত তেমনি করে কালীগঞ্জ থেকে আড়পাড়া রাস্তা বলাকন্দর গ্রামের ব্রীজ সংলগ্ন দুইটি বট বৃক্ষ রোপন করেন।২০০১ সাল থেকে তিনি রাস্তা ও গ্রামের বিভিন্ন স্থানে গাছ লাগানো শুরু করেন।
বৃক্ষপ্রেমিক মজিদ বলেন,”আমি গত দুই সপ্তাহ আগে বলাকান্দন গ্রামে ব্রীজ সংলগ্ন রাস্তা উত্তর – দক্ষিণ পাশে দুটা বট গাছ লাগাই।কয়েক দিন পরে এসে দেখি উত্তর গাছে বউগাছটি তুলে ফেলা হয়েছে।
আমি মনে করি বলাকান্দন গ্রামের কোন একজন এই কাজটি করেছেন”।
আব্দুল মজিদ আরও জানান,”কোন রাস্তা পাশে তালগাছ বা বটগাছ লাগানো আমার নেশা।গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। কারন গাছের ছায়ায় মানুষ বসবে ও গাছের ফলমূল পাখিরা খাবে। গ্রামের বিভিন্ন স্থানে ১৫ হাজার তাল গাছ বীজ এবং প্রায় ১০ টি বট গাছ তার হাতের লাগানোর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি।