ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৩ জন।
স্থানীয় কোভিড হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এ মুহূর্তে সেখানে ভর্তি রয়েছেন ২২ জন। অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫৪ জন।
ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রোববার এ তথ্য জানানো হয়।
এদিকে করোনা উপসর্গে মৃত আরও এক ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে। তিনি ঝিনাইদহ জেলা শহরের খাজুরা গ্রামের মৃত নাসির উদ্দিন মণ্ডলের ছেলে মো. আক্তার মণ্ডল (৫০)।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত ব্যক্তি জেলা শহরের মুন্সি মার্কেটে দর্জির কাজ করতেন।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা তার মরদেহ দাফন করেন।