মাগুরার বাসের ধাক্কায় ঝিনাইদহের বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের চোখ-
মাগুরা-ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় মফিজুল রহমান (২৪) ও আশরাফুল ইসলাম (৪৫) নামে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে সড়কের ওয়াপদা কালীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সোহাগ মোল্ল্যা (২৩) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
নিহত আশরাফুল যশোর কোতয়ালী থানার পরিদিয়া গ্রামের লস্কর মোল্ল্যার ছেলে ও মফিজুর রহমান ঝিনাইদহ জেলার মোশারাফ হোসেনের ছেলে।
রামনগর হাইওয়ে পুলিশ পরিদর্শক শাহাজালাল বাবুল জানান, ওয়াপদা কালীনগর এলাকায় দুইচাকার গাড়িতে বৈদ্যুতিক পিলার লোড করছিলেন শ্রমিকরা। এসময় রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত মফিজুর রহমান ও সোহাগ মোল্ল্যাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মফিজুর রহমানেরও মৃত্যু হয়। আহত সোহাগ মোল্ল্যা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।