পাঠকের কথা
মুটে-কুলি জীবন——আসমা খাতুন
ঝিনাইদহের চোখ-
আমি এই শহরের তুচ্ছ কুলি-মুটে
রেল, বাস আসলেই যায় যে ছুটে।
হুকুমের আগেই তুলি কাঁধে মালামাল
মাইনের জন্য দেখি রাগ বেসামাল।
জীবিকার জন্য ঘুরি তোমাদের দ্বারে
না হলে পরিবার থাকবে অনাহারে।
রোদ-বৃষ্টি, ঝড়ে অবিরত চলেছি ছুটে
পান হতে চুন খসলেই যাও চটে।
মা-বাবার চিকিৎসা, সন্তানের লেখাপড়া
সবই যে এই মুঠের কাঁধে চড়া।
নিত্যনতুন কত কি খাও রেলে বাসে
দু’টাকা বেশি মাইনের কথা মনে নাহ আসে।
বেলা শেষে গৃহে ফিরি ক্লান্ত পথিকের বেশ
তবুও সবাইকে নিয়ে সুখে আছি বেশ।
আজীবন যেন দেখতে পারি পরিবারের হাসি
বিধাতার কাছে এই যে মুটেদের আরজি।