টপ লিডধর্ম ও জীবনশৈলকুপা
শৈলকুপায় আটটি গ্রামের একটি মাত্র শ্মশান এখন পানির নিচে
এম হাসান মুসা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কালী নদীর পাড়ে পঞ্চপল্লী মহাশ্মশান এখন পানরি নিচে।
সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায় এক একর আটান্ন শতক জমির উপর অবস্থিত শ্মশানটি পুড়োটাই ও একটি মন্দীর এখন পানির নিচে। শ্মশান কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা জানান যে আশপাশের উত্তর কচুয়া,মধুদহ,ধুলিয়াপাড়া ,মির্জাপুর,গোপালপুর,বাকাই সিদ্দি,আগুনিয়াপাড়া,নিশ্চিন্তপুর এই আটটি গ্রামের পাঁচ হাজার সনাতন সম্প্রদায়ের একমাত্র শ্মশান এটি। দুইশত বছর ধরে এ শ্মশানে লাশ দাহ করা হচ্ছে।
এবার এই শ্মশান টি অতি বর্ষনের কারনে এখন পানির নিচে।
গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হলে তার লাশ দাহ করতে সমস্যা হয়েছে। এই এলাকার সনাতন ধর্মাবলম্বী জনসাধারনের একমাত্র দাবী সরকারী সহায়তায় শ্মশানটি সংস্কার করে লাশ দাহ করার ব্যবস্থা করা হোক।