কালীগঞ্জে কোরবানীর চামড়া ও বর্জ্য ব্যাবস্থাপনার উপর সেমিনার
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখ-
কালীগঞ্জে কোরবানীর পশুর ছামড়া সংরক্ষন ও বর্জ্য ব্যাবস্থাপনার উপর ইমাম ও কসাইদের নিয়ে এক সেমিনার অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে পরিষদের অডিটোরিয়ামে অনুষ্টিত সেমিনারে কোরবানীর সাথে সংশ্লিষ্টদের ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়। সেমিনারে ৩৮ জন কসাই, ২০ জন মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান, গনমাধ্যমের কর্মী ও সুধীজন সহ প্রায় শতাধিক ব্যাক্তি অংশগ্রহন।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান এর সঞ্চালনায় সামাজিক দুরত্ব বজায় রেখে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা তাপসি লিনা, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নজরুল ইসলাম ছানা, একরামুল হক সংগ্রাম ও রাজু আহম্মেদ রনি লস্কর প্রমুখ।
সেমিনারে আসন্ন কোরবানীতে সুস্থ্য পশু চেনার উপায়, পশুর চামড়া ছাড়ানো ও বজ্য ব্যাবস্থাপনার করনীয় উপর ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়।