কুমড়াবড়িয়া ইউনিয়নে ২০৯৬ জনকে ভিজিএফ চাউল বিতরন

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। বুধবার সকালে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ সামাজিক দুরত্ব রেখে দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া ২০৯৬ ভিজিএফ ভিজি এফ কার্ড ধারীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করেন ।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব মোঃ ইমারত আলী, নারি সাংবাদিক ময়না খাতুন, ইউপি সদস্য ছালিমা খাতুন,ববিতা খাতুন,শাহাাজ পারভীন,বাবলু মিয়া, মোকলেচুর রহমান লালটু,মনিরুজজামান টাকন,আনোয়ার হোসন, নজরুল ইসলাম,ইখতার আলী,কলিম উদ্দীন, আমজাদহোসন, জামাল হোসন, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে ১০ কেজি চাউল পেয়ে অত্র ইউনিয়নের দরিদ্র সাধারন মানুষের মাঝে হাসি খুশী ভাব ফুটে ওঠে। ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র মানুষ এসে দীর্ঘ লাইনে দাড়িয়ে চাউল নিয়ে যায়