ভোক্তা অধিকারের হস্তক্ষেপে মোটরসাইকেল ফিরে পেলেন ঝিনাইদহের যুবক
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপে একটি মোটরসাইকেল ফিরে পেলেন ঝিনাইদহের এক যুবক।
খোজ নিয়ে জানা যায়, ঝিনাইদহ শহরের লালনশাহ সড়কের কাজী মিজানুর রহমানের ছেলে কাজী মনিম হাসান গত ১০ জুন ঢাকার ইভালি নামক অনলাইন সাইট থেকে একটি ১৬৫ সিসির মোটর সাইকেল অর্ডার দেন। কিন্তু সময়মত মোটর সাইকেল ডেলিভারি না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি।
একাধিক বার যোগাযোগ করার পরও তাদের মোবাইল ফোন রিসিভ করেনি ওই প্রতিষ্ঠান। পরে তিনি জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ বরাবর ওই কোম্পানির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।
এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটর সাইকেলটি এনে দেন। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের উপস্থিতিতে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি বুঝিয়ে দেন। মোটরসাইকেলটি হাতে পেয়ে বেজায় খুশি মোটরসাইকেল মালিক।
এ ধরনের ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি সর্বস্তরের মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস আরও এক ধাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতনমহল।