সুরাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে।
বৃহসপতিবার সকালে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার (কেবি) সামাজিক দুরত্ব রেখে দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া ১৫৯৭ ভিজিএফ ভিজি এফ কার্ড ধারীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করেন ।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব লুৎফা খাতুন,খাঁন মোকাদ্দেস মেম্বর,কৃষক লাল্টু খাঁ,লিয়াকত আলী,মেম্বর গন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছালমা ছন্দা,ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের বিক্রম কুমার বিশ্বাসসহ সাংবাদিকবৃন্দ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ,এনজিও কর্মী, মানবাধিকার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে ১০ কেজি চাউল পেয়ে অত্র ইউনিয়নের দরিদ্র সাধারন মানুষের মাঝে হাসি খুশী ভাব ফুটে ওঠে। ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র মানুষ এসে দীর্ঘ লাইনে দাড়িয়ে চাউল নিয়ে যায়।
চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার (কেবি) ইউনিয়ন বাসির উদ্দেশ্য বলেন, দেশের এই সংকট মূহুর্তে জনসাধারনকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার আহববান জানান।