কালীগঞ্জ

কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল উদ্ধার\পুড়িয়ে ভষ্ম

সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ কালীগঞ্জে অবৈধ ক্যারেন্ট জাল বহন করার অপরাধে এক প্রাইভেট কারের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পরে উদ্ধাকৃত প্রায় ৫০ হাজার মিটার যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মঙ্গলবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ শহরে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কার পুলিশ দিয়ে তল্লাশী করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মটরযান আইনে ৭ হাজার ছাড়াও মৎসরক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার মিলে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা,কৃষি কর্মকর্তা হুমায়ন কবির ,এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button