ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মরিচে খুঁশি কৃষক
মনজুর আলম, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে মরিচ আবাদে হাঁসি ফুটেছে কৃষকের মুখে। বর্তমানে বাজারে প্রতি কেজি মরিচ ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করছেন।
তবে ব্যবসায়িরা জানান, কয়েক দফা বৃষ্টিতে মরিচ গাছ মারা যাওয়া ও ফলন কমে গেছে। তবে বাজারে চাহিদা থাকায় মরিচের দাম বেড়ে গেছে। ভুক্তভোগিদের সাথে গতকাল কথা বলে এ সকল তথ্য জানা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের মরিচ বিক্রি করতে আসা বজলুর রহমান বলেন, প্রথম দিকে কয়েক দিন দাম কম থাকলেও বর্তমানে বাজার দাম অন্যান্য বছরের তুলনায় বেশি। তবে পাইকারি মরিচ ব্যবসায়ি রুস্তম আলি বলেন, এখন বাজারের মরিচ কম আসছে। কয়েক দফা বৃষ্টিতে গাছা মারা গেছে। এছাড়াও গাছে মরিচ কম রয়েছে। মরিচের সরবরাহ কম থাকায় বেশি দামেই কিনতে হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৫শ’ ৭০ হেক্টর জমিতে মরিচ আবাদ করে ছিল কৃষকরা।#