‘সংশপ্তক’ কর্তৃক জাতীয় শোক দিবস পালন
ওমর ফারুক, ঝিনাইদহের চোখ-
যেখানে জীবন থেমে গিয়েছিল ,ভাষা হারিয়েছিল প্রাণ, রক্তে ভিজে গিয়েছিল মাটি, লুন্ঠিত হয়েছিল স্বদেশ। আজ শোকাবহ ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি।
তবে এবার সারাবিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাস (Covid-19) এর তান্ডব ।এ কারণে চন্ডিপুর বাজারকেন্দ্রিক সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঝিনাইদহ সদর উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘সংশপ্তক’।
উক্ত র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সংশপ্তকের’ উদ্যমী সদস্যবৃন্দ।
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামের চাকরিজীবী,প্রবাসী, যুব ও ছাত্র সমাজকে নিয়ে গড়ে উঠেছে এই সমাজকল্যাণমূলক সংগঠন ‘সংশপ্তক’।গ্রামের দরিদ্র, অসহায়, এতিম প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ অন্যান্য সহযোগিতায় কাজ করে চলেছে এই সংশপ্তক।