ঝিনাইদহের অনলাইন গ্রুপ “অলটাইম বেচাকেনা” সদস্য ১০ হাজার ছাড়ালো
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক সবচেয়ে বড় বেচাকেনার অনলাইন প্লাটফর্ম “অলটাইম বেচাকেনা” গ্রুপের সদস্য সংখ্যা দশ হাজারে উন্নীত হওয়ায়, ঝিনাইদহে র মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমির কনফারেন্স রুমে এক সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, জেলা প্রধান উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র।
জনাব মোঃ ইসাহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
সাংবাদিক জনাব সাহিদুল এনাম পল্লব ।
মোঃ রাজু আহমেদ পল্টন, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাজমুল আলম রিগান, সাধারণ সম্পাদক, ইয়ং এন্টারপ্রেনার সোসাইটি, ঝিনাইদহ।
সভাপতিত্ব করেন অলটাইম বেচাকেনা গ্রুপে র এডমিন সাব্বির আহমদ জুয়েল।
সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত মাত্র আড়াই মাসে অলটাইম বেচাকেনা গ্রুপ যেভাবে ঝিনাইদহে মানুষের আস্থা অর্জন করেছে , যেভাবে ঝিনাইদহে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে, যেভাবে সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তাতে অলটাইম বেচাকেনার গণ্ডি ঝিনাইদহ ছাড়িয়ে সারা বাংলাদেশকে আলোকিত করবে বলে অভিমত ব্যক্ত করেন।
বক্তারা একজন ভাল মানের উদ্যোক্তা হওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সেইসাথে অলটাইম বেচাকেনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বর্তমান কাজের মূল্যায়ন এবং তাদের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
উদ্যোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন শফিকুর রেহমান জুয়েল, জান্নাতুল, জান্নাতুল নেছা, তুলি, কুসুম, রহমতুল্লা, রিজভী আমিন, শিমুল হসেন, লিমা, মৌ, নাইস, সেঁজুতি , বৈশাখী, শেফা প্রমুখ।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হওয়ার গল্প, বেচাকেনার সফলতা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
সবশেষে অলটাইম বেচাকেনা গ্রুপের প্রতিষ্ঠাতা এস এ রিমন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
ঝিনাইদহবাসী দের জন্য খুব ভাল একটা প্লাটফর্ম।
ধন্যবাদ ঝিনাইদহের চোখ সাংবাদিক ভাইয়াদেরকে অল টাইম বেচাকেনা ঝিনাইদহ সবার ভালোবাসার গ্রুপটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।