“হেব্বি গ্রুপে”র মূল উদ্দেশ্য পথশিশু শিশুদের মুখে হাসি ফোটানো

ঝিনাইদহের চোখঃ
বন্ধুরা আপনারা আগেই জেনেছেন হেব্বি গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের দারিদ্র্য পথশিশু/ শিশুদের মুখে হাসি ফোটানো। বন্ধুরা এবার আমরা পহেলা জুন ১ তারিখ হেব্বি গ্রুপের প্রথম জন্মদিন ওইদিন এবার আমরা ইভেন্ট করবো। গত রোজার ঈদে আমরা ১৭ জন দারিদ্র্য ছেলে/মেয়ে কে নতুন জামা কাপড় দিয়েছিলাম এবার হেব্বি গ্রুপ পরিবারের পক্ষ থেকে ৫০ জন দারিদ্র্য ছেলে /মেয়ে কে নতুন জামা কাপড় দিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া হেব্বি গ্রুপের জন্মদিন উপলক্ষে আরো থাকছে ইভেন্টের দিন ইফতার পার্টি, ২ জুন
বৃদ্ধা আশ্রমে নতুন শাড়ী বিতরণ, গ্রুপের পক্ষ থেকে মেয়েদের ঈদ উপলক্ষে মেহেদী উৎসব, ও ঈদের দিন হেব্বি গ্রুপ বন্ধুদের সাথে বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে আইসক্রিম আড্ডা।
বন্ধুরা আমাদের পাশাপাশি আপনারাও হেব্বি গ্রুপের এই মহান কাজে অংশ গ্রহণ করতে পারেন তাহলে আরো বড় পরিসর করা হবে।
আপনারা যদি আমাদের কে সাহায্য করতে চান আমাদের গ্রুপের এডমিন/মডারেটর দের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কে বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন।
বিকাশ নম্বরঃ ০১৯১৩-৯১৯২২৩/০১৮৩৬-১৮৯৮৬৫
ধন্যবাদ।