জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড

উত্তর নারায়নপুরে ড্রেনের উপর লাল পতাকা

সাইফুল ইসলাম, ডাকবাংলা, ঝিনাইদহের চোখ-

পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সরকার। তাই সরকারি অর্থায়নে উত্তর নারায়নপুর ত্রিমহনী থেকে বাজার গোপালপুর সড়কের আঃ রব মুন্সির মিল পর্যন্ত যে ড্রেনের কাজ হয়েছিল তা নতুনের গন্ধ যেতে না যেতেই “আঃ গনি অটো রাইচ” মিলে ঢুকতে ড্রেনের উপর দেখা যায় লাঠির ডগায় লাল পতাকা হেলেদুলে উড়ছে।

এলাকা বাসীর দাবি কাচা ড্রেনের উপর গাড়ি তোলায় ড্রেনটি ভেঙে গেছে। যখন তখন ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই লাল পতাকা দেওয়া হয়েছে। পথচারীদের অভিযোগ রাস্তার অবস্থা এমনিতেই অনেক খারাপ তাতে আবার সব সময় দু,ধারে গাড়ি পার্কিং করে রাখে এতে চরম দূর্ভাগে পরতে হয় সবার।

এ থেকে পরিত্রাণ পেতে ঝিনাইদহের উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button