কালীগঞ্জ

কালীগঞ্জে কালাজ্বর প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ কালীঞ্জের উপজেলা স্বাস্থ কমপ্লেক্্েরর সভাকক্ষে কালাজ্বর প্রতিরোধে করনীয় শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে আর.এমও ডাঃ সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে কালাজ্বরের লক্ষণ, প্রতিকার সম্পর্কে উপস্থিত স্বাস্থকর্মি, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতবৃৃন্দ, এনজিও কর্মি, মিডিয়াকর্মিসহ ৩০ জনকে এ রোগ সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা এসেন্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, টিএইচ ডাঃ অরুন কুমার বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ শেখ মুহঃ আব্দুস সামাদ, এসেন্ড বাংলাদেশের রিজিওনাল মেডিকেল অফিসার ডাঃ মীর মাহাবুব সাদিক, স্বাস্থ্য অধিদপ্তরের কীট ও তত্ববিদ জোবায়েদ খলিল, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা,প্রেসক্লাব সভাপতি জামির হোসেন,ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, নাছির চৌধুরী, ইলিয়াস রহমান মিঠু, একরামুল হক সংগ্রাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী সাজু, প্রেসক্লাব সম্পাদক সাবজাল হোসেন, ব্যবসায়ী নেতা মনিরুল ইসলাম, আলহাজ্ব ফরিদ উদ্দীন,সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, হাসপাতালের পরিসংখ্যান অফিসার মাইনুর রহমান, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন,ছাড়াও স্বাস্থকর্মিসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button