শিশু বলাৎকারের আসামী ঝিনাইদহের আরিফুল আটক

ঝিনাইদহের চোখঃ
মাগুরায় মাদ্রাসার ছাত্র ১২ বছরের এক শিশু বলাৎকারের স্বীকার হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত খাকার অভিযোগে আরিফুল ইসলাম ওরফে খোকন তালুকদার (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক আরিফুলের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামে। সে শালিখা উপজেলার আড়পাড়ার একটি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।
রবিবার মাগুরা জুডিশিয়য়াল আদালতে হাজির করলে বিকালে আসামি খোকন তালুকদাকে জেলা হাজতে এবং ভিকটিমকে তার পিতার জিম্মায় দেওয়ার আদেশ দেন আদালত।
পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা যায়, ধর্ম আত্মীয়তার কথা বলে ফুসলিয়ে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে আসামি আরিফুল ইসলাম ওরফে খোকন তালুকদার বাগানে নিয়ে বলাৎকার করে। ঘটনা শুনে বিকালে এলাকাবাসী তাকে শালিখার আড়পাড়া বাজার থেকে আটক করে মারপিট করে শালিখা থানায় সোপর্দ করে।
ভিকটিমের পিতা কাশেম আলী জানান, ‘তার ছেলেকে ধর্ম আত্মীয়তার কথা বলে ফুসলিয়ে আরিফুল ইসলাম ওরফে খোকন তালুকদার বলাৎকার করেছে।’
শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।’