ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এলাকা হতে গাজা ব্যবসায়ী
ঝিনাইদহের চাখ-
এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৯:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১০:১৫ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মন্টু মন্ডল (৫০) পিতা-মৃত কিতাব আলী মন্ডল, সাং-জগনাথপুর গাংপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০২ (দুই) কেজি গাঁজা, ০১ টি মোবাইল সেট, ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।