ঝিনাইদহের সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা বয়কট
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামীকাল ১লা অক্টোবর জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছেন। মূল ধারার সাংবাদিকদের পাশ কাটিয়ে সম্পর্কিত ব্যক্তিদের নিয়ে ওই কর্মশালার উদ্দ্যোগ নিয়েছেন।
এতে করে অত্র জেলায় কর্মরত জাতীয় সংবাদ পত্র ও টেলিভিশন এবং স্থানীয় ভাবে প্রকাশিত সংবাদ পত্রের সম্পাদকসহ সংবাদ কর্মিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগেই বিষয়টি সরাসরি ও টেলিফোনে অবহিত করা হয়েছে তাকে।
এরপরেও উদ্দেশ্যমুলক ভাবে নিজ ইচ্ছেমত ঘটনাটি ঘটিয়েছেন তিনি। আজ বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এধরনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।
সিভিল সার্জনের সকল কর্মকান্ডের তদন্ত দাবি করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুৃগান্তর ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিএসএস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এ্যাড শেখ সেলিম। এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সকল সদস্য বৃন্দ।