ঝিনাইদহ সদরদেখা-অদেখা

ঝিনাইদহের সাধুহাটি নতুন পশুহাটে ব্যাপারীদের উপছে পড়া ভিড়

গিয়াস উদ্দিন সেতু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের বোড়াই মাঠে নতুন পশুহাট বসাতে এলাকার মানুষের মধ্যে সাজ সাজ রব দেখা গেছে।

অন্য দিকে বিভিন্ন এলাকা থেকে শত শত গরুর ব্যাপারি হাটে এসেছে।কেনা বেচা করতে,হাটের প্রথম দিন গরু বিক্রয় হয়েছে ৫শত ও ছাগল ৩ শত টি আর ভেড়া বিক্রয় হয়েছে ১০টি তবে ব্যাপারি রা বলছে প্রথম হাট হিসাবে আমরা খুশি ব্যাচা বিক্রয় দেখে ।

এদিকে এলাকার মানুষ বলছে গরুর হাটটি চালু হলে এক দিকে ঝিনাইদহ জেলার রাজস্ব বাড়বে অন্যদিকে এলাকার মানুষের বেকারত্ব কমবে।

এদিকে ১নং সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান এলাকার ব্যাপারী ও জনগনের মধ্যে হাট বসাতে যতটা উৎসুক তাতে করে হাট বসেই গেল মনে হচ্ছে। এদিকে এলাকাবাসী উর্ধতন কর্তপক্ষের কাছে সার্বীক সহযোগীতা কামনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button