ঝিনাইদহ সদর
ধর্ষণ ও নারী নিপিড়নের বিরুদ্ধে ঝিনাইদহে শিক্ষার্থী সমাজের প্রতিবাদী অবস্থান
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
দেশে চলমান ধর্ষণ ও নারী নিপিড়নের বিরুদ্ধে ঝিনাইদহে শিক্ষার্থী সমাজের প্রতিবাদী অবস্থান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট থেকে একটি র্যালী বের হয়ে পোষ্ট অফিস মোড়ে এক অবস্থান কর্মসূচীর আয়োজন করে শিক্ষার্থী সমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা ধর্ষনের সর্বনি¤œ শাস্তি মৃত্যুদন্ডসহ বিভিন্ন ¯েøাগান দিতে থাকে।
এসময় বক্তব্য রাখেন, খন্দকার ফারহানুজ্জামান নাফিজ, নিয়ামুল হাসান নীরব, তানজীল হাসান সৌরভ, সৌমিক চৌধুরী, হাসনান সাবায়েত, ফারিয়া রহমানসহ অন্যান্যরা। বক্তারা, ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।