ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচারের লক্ষ্যে সচেতনতামূলক সভা
সালাম হোসেন, ঝিনাইদহের চোখ-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃপাংশু শেখর বিশ্বাস, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মোঃ আরিফ-উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক,মোঃ বদরুদ্দোজা শুভ, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ সদর উপজেলা,মোঃ জাহিদুল করিম, উপজেলা কৃষি অফিসার,গোলাম মারুফ খান,জেলা বাজার কর্মকর্তা,মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন,ঝিনাইদহ ও সার ব্যবসায়িবৃন্দ।
সচেতনতামূলক সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সুচন্দন মন্ডল,সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ঝিনাইদহ।