হরিণাকুণ্ডুতে ২৯টি পূজা মন্দিরে শারদীয় দুর্গা পুজার প্রস্তুতি সম্পন্ন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৯টি পূজা মন্দিরে প্রতিমা নির্মাণ সহ রং চড়ানোর কাজ ইতমধ্যে শেষ হয়েছ । একদিম পরই বৃহস্পতিবার বিকালে পিড়িতে উঠার অপেক্ষায় দিন গুনছে মা গূর্গা ।
সনাতন ধর্মাবলিদের মহউৎসব শারদীয় দূর্গা পূজা বিগত দিনের নেয় এবারও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষে ইতমধ্যেই সকল আগাম প্রস্তুতী গ্রহণ করা হয়েছে বেলে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম মোল্লা , উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিস্বনাথ সাধুখা সহ বিভিন্ন মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন । উপজেলা প্রশাসন ২৯ টি পূঁজা মন্দিরে আহার্যের জন্য প্রতি মন্দিরে পাঁচ শত জেকি চাউল বরাদ্দ দিয়েছে ।
পৌরসাভাধীন চিথলীয়া পাড়া সার্বজনিন পূজা মন্দিরের সভাপতি নিখিল কুমার কর্মকার , সাধারণ সম্পাদক জয় গোপাল শর্মা , পূজারী তাপস ব্যনার্জী , হরিণাকুণ্ডু গোসাইবাড়ী মাতৃ মন্দিরের সভাপতি কাত্তিক চন্দ্র বিস্বাস , সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ এবং পূজারী দীলিপ ব্যনার্জী , জোড়াদাহ সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি প্রশান্ত শাহা , সাধারণ সম্পাদক প্রতাব শাহা সহ শাখারীদহ সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি শ্যামল পাল , ভবানীপূর সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র শাহা , সাধারণ সম্পাদক বাবু মৃত্যুন্জয় জানান বরাবরের মতো এবার সরকার প্রতি মন্দীরে নিয়মিত অনসার ডিউটি না রাখলেও গ্রাম পুলিশ সহ প্রতি মন্দীরে দশ জন সেচ্ছাসেবক প্রশাসনের নির্দেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়জিত থাকবে , সাত সদস্যের ভ্রাম্যমান আনসার সদস্যরা দশটি মন্দীরে পালাক্রমে দ্বায়ীত্ব পালন করবে