ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধে সমাবেশ ও র্যালী
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।
সমাবেশে সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, লেডিস ক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমী, স্কাউটস, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় ও নারী নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন সচিব ও উদ্যোক্তাবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠন সমাবেশে অংশ নেয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ-জামান, সেলিম রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মিজানুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান। সেই সাথে ধর্ষকদের শাস্তি দ্রæত কার্যকরের দাবী জানান।
সমাবেশ শেষে নারী নির্যাতন প্রতিরোধে একটি র্যালী শহর প্রদক্ষিন করে।