ঝিনাইদহে এবার ৪০৩টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা
ঝিনাইদহের চোখ-
গত শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এই দুর্গাপূজায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে থাকে। ২৪ ঘণ্টাই সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সুষ্ঠু ও সুন্দরভাবে এবং যে কোন উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিতও রয়েছেন তারা।
এ বারের দুর্গাপূজায় ঝিনাইদহে ৬টি উপজেলার ৪০৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলায় ৯৩ টি পূজা মন্ডপে ৯টি সশস্ত্র মোবাইল টহল টিম ও ৪জন রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন আনসার কর্মকর্তা ফরহাদ হোসেন। শৈলকুপায় ১১৪ টি মন্ডপে ১১টি টহল টিম ও ৩টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসিফ ইকবাল। হরিণাকুন্ডুতে ২৯ টি মন্ডপে ৩টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা রিনা খাতুন। কালীগঞ্জে ৮৮ টি মন্ডপে ৯টি টহল টিম ও ৩টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসাদুর রহমান। কোটচাঁদপুর ৪৫টি মন্ডপে ৫টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আবিদুল হাসান শিমুল ও মহেশপুরে ৩৪টি মন্ডপে ৪টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম পরিচালনা করছেন উপজেলা আনসার কর্মকর্তা ফিরোজা খাতুন।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার শাহা জানান, সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের সশন্ত্র আনসারের ৪১টি মোবাইল টিম বৃষ্টি উপেক্ষা করেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপ পরিদর্শন করার জন্য দর্শনার্থীদের আহবান জানান।
তিনি বলেন, আমাদের ৪১ মোবাইল টহল টহল টিম ও ১৩ রিজার্ভসহ ৫৪টি টিমে ৫৪০জন সশস্ত্র আনসার সদস্য ২০ মিনিট পর পর বিভিন্ন পূজা মন্ডপে টহল দিচ্ছেন। তিনি আরো জানান, হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা হয়েছে এবং যেকোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই সশন্ত্র দল সর্বদা প্রস্তুত রয়েছে।