ক্যাম্পাসহরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় অলিম্পিয়াড- ২০২০ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গনিত ও আইসিটি বিষয়ের উপর প্রতি বিষয় ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষায় সিমিয়ার পর্যায়ে সরকারী লালনশাহ্ কলেজ, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, জোড়াদাহ কলেজ , মনদিয়া আইডিয়াল কলেজ, হাজি আরশাদ আলী ডিগ্রি কলেজ এবং জুনিয়ার পর্যায়ে শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয় , সরকারী বালিকা বিদ্যালয়, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, আন্দুলীয়া মাধ্যমিক বিদ্যালয় ও জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ।

প্রতিযোগীতা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা প্রতিযোগীতা কক্ষ পরিদর্শন করেন এছাড়াও প্রতিযোগীতা শেষে ফলাফলের পূর্বে বিভিন্ন দপ্তরের প্রধান কতৃক পরীক্ষার খাতা দেখা ও নম্বর স্থাপন মনিটরিং করেন ।

এসময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, যুবউন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহামুদ হাসান , জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী আল- আমীন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button