মহানবী (সঃ) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল
আহসান হাবীব, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে মহেশপুর ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ ঘোষিত ৩ অক্টোবর মঙ্গলবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার মহেশপুর কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের নেতা কর্মীরা।সংগঠনের মহেশপুর থানার সভাপতি মুফতি নাজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরাতন পৌরসভা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি নাজির আহমেদ বলেন ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ (সঃ) ব্যঙ্গচিত্র করে মুসলিম উম্মার কলিজায় আঘাত করেছে। সে ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
তিনি আরো বলেন, বাকস্বাধীনতার নামে ফ্রান্স ইসলামবিরোধী চরম অসভ্য ও নোংরা খেলায় মেতে উঠেছে। এসব উগ্র কর্মকান্ড প্রমান করে ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সেক্রেটারী রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম বিন মুসলিম, সহ সভাপতি মুফতি রুহুল কুদ্দুস এজাজী প্রমুখ।