মাস্ক বিহীন চলাচল করায় ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে জরিমানা
আ: সালাম, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে মাস্ক বিহীন মানুষের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ইরফানুল হক। এসময় তিনি সরকারী দন্ডবিধি অনুযায়ী যারা মাস্ক বিহীন চলাচল করছিলেন তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।
অন্যথায় ছয় মাসের কারাদণ্ড।এবং প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করতে বলেন।সেসময় মোট ১১ জনকে জরিমানা করা হয়।
বিশ্বের অধিকাংশ দেশে এই ভাইরাস এর কারণে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রান দিচ্ছেন। আমাদের বাংলাদেশে প্রতিদিন এই ভাইরাসের কবলে অনেক মানুষ জীবন হারাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকারী আদেশ অনুযায়ী মাস্ক বিহীন মানুষকে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা আছে।
বিঃদ্রঃ বাংলাদেশ সরকারের ঘোষণা করেন প্রত্যেক সরকারি বেসরকারি অফিস আদালতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেন।প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে,তা না হলে কঠোর বিচারের বিধান থাকবে।