অন্যান্য

শীতে ডেঙ্গু হলে কী করবেন

ঝিনাইদহের চোখঃ শীতে ডেঙ্গু বাহিত মশা বংশ বৃদ্ধি করতে পারে। শীতে ঘরের মধ্যেই নিশ্চিন্তে বাসা বাঁধে মশারা। কারণ শীতে বাইরের তাপমাত্রা থেকে ঘরের তাপমাত্রা বেশি থাকে। ফলে ঘরের কোণেই জন্ম নিতে পাশে ডেঙ্গুর মশা। যাকে বলে মাইক্রোক্লাইমেটিক ট্রান্সমিশন।

সুতরাং কথা যায়, বিপদ লুকিয়ে আছে আপনার ঘরের কোণায়। এখান প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে সমাধান কি? কীভাবে রক্ষা করা যায় মশার হাত থেকে? ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক অমিতাভ নন্দী জানালেন কিছু উপায়। আসুন জেনে নেই আমরাও-

১. ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথম পদক্ষেপটা নিতে হবে নিজেকেই।
২. জ্বর হলেই তিনদিনের সময়সীমা না নিয়ে প্রথমেই রক্তপরীক্ষা করান।
৩. ডেঙ্গুর এনএস১, ম্যালেরিয়া এবং সাধারণ সংক্রমণের জন্য রক্ত পরীক্ষা করান।
৪. ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হলেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মশারির মধ্যে রাখুন।
৫. সময়মত রোগীকে হাসপাতালে পাঠাতে ভুলবেন না।
৬. যত দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব, তত দ্রুত ডেঙ্গুকে নির্মূল করা সহজ।
৭. শীত, গ্রীষ্ম, বর্ষা— বাড়ির ভেতর-বাহির পরিষ্কার রাখতে হবে।

আপনি সচেতন হলে, আপনি সুরক্ষিত থাকবেন। তাই এখনই সাবধান না হলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে ডেঙ্গু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button