কালীগঞ্জে ১৭ টি মসজিদ-মন্দিরে অনুদান প্রদান
টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলা পরিষদ এর আয়োজনে কালীগঞ্জ উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন সহ মহারাজপুর ইউনিয়নে ১৭ টি মসজিদ মন্দিরে জেলা পরিষদের পক্ষ থেকে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,অলিম্পিক হোসেন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীন।
২ নং জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন,৩ নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,৪ নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রনি লস্কার, ৬ নং ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা,৭ নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু,১১ নং রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,পৌরসভা ৫ নং ওয়ার্ডে নবনির্বাচিত কমিশনার মনিরুজ্জামান রিংকু।
অনুদান প্রাপ্ত ১৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রাদুভার্ব চলাকালীন সময়ে এই আর্থিক অনুদান দেন।
জেলা পরিষদ সবসময় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নিয়মিত সাহায্য সহযোগীতা দিয়ে যাচ্ছে।