পাঠকের কথা
অভ্যন্তরে যে কান্না—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
গ্রামটি নিরপেক্ষ
নিরপেক্ষ নয় এ গ্রামের অভ্যন্তরে থাকা
আত্মকেন্দ্রিক হিংস্র-জীব-জানোয়ারগুলো।
এরা শিকার ভেবে দাঁত বসায়
ঘাম চিটচিটে অর্ধমৃত দেহে, সরল স্বপ্নে
অপক্ব জীবনের মগজে।
দাসের শ্রমোষ্ণতায় বিলাসী নিদ্রার পর
পক্ষের কৌতূহলে লাল জলে স্নান শেষে
প্রকাশ করে, তারা শুদ্ধ-পবিত্র।
সক্রেটিসরা জবাবদিহিতার সংবিধান করলেও
প্রশ্ন করার সাহস পায় না দুর্বল পক্ষ
নীতিহীন পেশিশক্তির কাছে, প্রাণের ভয়ে।
স্বর সুর আর প্রতিত্তোরের জ্ঞান থাকলেও
বাক প্রতিবন্ধী হয়ে বাঁচতে হয় ক্ষুদ্রালোদের
শাসকের পরিবর্তন ঘটলেও শোষণের রূপ একই।
বিশাল জনসমুদ্রের অভ্যন্তরে
হিংস্র হায়েনারা এখনো পূজনীয়, হাতি তারই সাক্ষী
কালেভদ্রে আসা সিংহের অবস্থান, মুহূর্ত-মাত্র।