অপেক্ষার ক্লেদ—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
প্রতিদিন গণভবনের কাছে দাঁড়িয়ে থাকি
ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর
চাতকের মতো এক নিরিখে।
মেঘ জমেনা, তৃষ্ণার্ত বুক শুকিয়ে চৈত্র মাঠ
খা খা হৃদপিণ্ড থেকে বেরোয়ে আসে কুহুকাগ্নি
তবু আশায় বুক বেঁধে বেঁচে থাকা।
বৃষ্টি আসবে কোনোদিন পিয়াস মিটানো?
ইতিহাস ঘেটে দেখেছি
পূর্বপুরুষরাও বিলাপ সঙ্গীত শোনাবে বলে
এভাবে দাঁড়িয়ে থেকে থেকে
বাতাসে উড়ে, মাটির খাদ্য হয়ে,আলোর জ্বালানি হয়ে
সাগরের গভীরতা বাড়াতে, আকাশকে অসীম করতে
চলে গেছেন ক্ষয়ে ক্ষয়ে।
সমন্নয়কের ভিড়, নিরাপত্তার বলয় ভেঙে
প্রতিনিধিদের মান ডিঙিয়ে
সখ্যতা লোভি দৃষ্টি যেতে পারেনি এখনো
প্রাণ ভোমরার কাছে।
এ জীবদ্দশার পাণ্ডুলিপি উপহার দেবো বলে
পূর্বপুরুষ থেকে দাঁড়িয়ে আছি এখনো।
উত্তরসূরিরাও কি দাঁড়িয়ে থাকবে এমন মনমরা হয়ে?
মুখের আয়নায় মুখ দেখার জন্য
কলিজা দাগ করা ভাষার প্রতীক দেখানোর জন্য
গণভবনের কাছে দাঁড়িয়ে আছি, চাতক হয়ে
দাঁড়িয়ে থাকি একটু সাক্ষাৎ একটু ছোঁয়া পেতে।