গলিপথের গোলক ধাঁ ধাঁ—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
মহাসড়ক অকেজো, পায়ের চিহ্ন মেলেনা এখন
কাউকে উঠতে দেয় না, গলিপথের প্রভুরা।
গলিপথ চুম্বক, টানে নানান তালবাহানায়
নানান নান্দনিকতায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে
আশ্বাসের তির ছুঁড়ে, সরল দৃষ্টিজ্ঞানে।
গলিপথ ব্যবসায়ী দেখায়, ভৌতিক আলোকচিত্র
আমোদখানার সাদৃশ্য, অনন্ত সুখের বাসভবন
শ্রমহীন আনন্দ, কল্পনাতীত লোভাতুর উপঢৌকন
ইত্যাদি ইত্যাদি। সবই পথ ভোলানো ফাঁদ।
মগজ খেকো বক্তাবাজ, জাদুকর, ভেলকিবাজির
ঝুড়িকলে ফেলায়, মহাসড়ক হাঁটা মাছগুলোকে
তারপর জিইয়ে খাওয়ার প্রবণতা প্রকাশ পায়
প্রতারক শিকারির গোপন উদ্দেশ্যে।
মন ফঁসকালেই মগজকে মোটিভেশন করার জন্য
ওতপেতে আছে বুদ্ধিজীবী সবজান্তা জন্তু
অফুরন্ত কথার প্যাচে গলিপথেই বেঁধে রাখে
দিন দিন ভাবনা থেকে সরিয়ে দেয় মহাসড়ক
সরিয়ে দেয় লক্ষ্য, সাহস, উদ্দীপনা, উদ্বেলিত গতি।
এখন মহাসড়কে পথচলা দুষ্কর, প্রাণনাশে সম্ভাবনা
যে কোনো সময়, গলিপথের সন্ত্রাসীদের হাতে।
জনক দেখেছিলো গলিপথের ভয়াল রূপ
সবটুকু প্রকাশের আগেই লাশ বানিয়েছিলো তাঁকে।
গলিপথের অসাম্য ভেদজ্ঞান দূর করতে
সাহস করে দাঁড়ানোর সাহস দেখা যায় না কারো।
জনকের ঔরসজাত রত্নগুলোও ভীতসন্ত্রস্ত
বরং তারাও এগোচ্ছে গলিপথের গহ্বরে
বিলীন করতে মানববাদ-সাম্যবাদ-মহাসড়ক।